বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯

প্যানক্রিয়াটাইটিস কাকে বলে?

প্যানক্রিয়াটাইটিস কাকে বলে?


প্যানক্রিয়াটাইটিস:প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় একটি গ্রন্থি আছে। এটি পেটের দিকে এবং পেছনের দিকে থাকে। এতে ইনফেকশন হলে আমরা বলি যে পেনক্রিয়াটাইটিস বা প্রদাহ।

লক্ষণ:আসলে এটি একটি খুব খারাপ অসুখ। যদিও এটা ক্যানসার নয়, কিন্তু এটি আরো ভয়াবহ হয়। এতে পেটে তীব্র ব্যথা হয়, নাভির ওপরে। ব্যথাটা পেছনের দিকে যায়। সঙ্গে রোগীর জ্বর থাকে, এরপর বমি হয়, এগুলো সাধারণত লক্ষণগুলো।

কারণ:কিছু কারণ রয়েছে।যদি পিত্তথলিতে পাথর হয়, আমরা বলি গলস্টোন পেনক্রিয়াটাইটিস। যারা খুব বেশি মদ্যপান করে, তাদের পেনক্রিয়াটাইটিস হয়, ওজনাধিক্য একটি কারণ এর। রক্তের মধ্যে যদি চর্বি জমে যায়, যারা অতিরিক্ত ধূমপান করে, তাদেরও প্যানক্রিয়াটাইটিস বেশি হয়। জন্মগত কিছু সমস্যা থাকলে প্যানক্রিয়াসে তাও প্যানক্রিয়াটাইটিস হতে পারে।

প্যানক্রিয়াটাইটিস হলে কি করনিয়: আসলে যেকোনো পেটের ব্যথা হলে প্রথমত চিকিসকের পরামর্শ নিতে হবে। পেটের ওপর ব্যথা হলে যে তা সব সময় প্যানক্রিয়াটাইটিস এটি সব সময় ঠিক নয়। অনেক কারণে পেটের ওপর ব্যথা হয়। ইতিহাস নিয়ে যদি দেখা যায় পেটের পরে ব্যথা, পেছনের দিকে যায় তাহলে ধারণা করতে পারে।প্যানক্রিয়াটাইটিস দুই ধরনের। একিউট আর ক্রনিক। ব্যথাটা খুব মারাত্মক হয়। রোগী সামনের দিকে চাপ দিয়ে ঝুঁকে পড়ে। পেটে চাপ দিয়ে রাখলে সে অনেক স্বস্তিবোধ করে। চিকিসকের কাছে আসার পর একটি আলট্রাসনোগ্রাফি করলে সেখানে ধরা পড়ে পেটটা ফুলে গেছে। অনেক সময় পাথরের কারণে প্যানক্রিয়াস সমস্যা হয়। এরপর রক্তের পরীক্ষা করতে হয়। একটি এনজাইম আছে এমাইলেজ, আইপিএসএগুলো পরীক্ষা করলে একিউট প্যানক্রিয়াটাইটিস কি না সেটি বোঝা যাবে। সময় দিয়ে পড়ার জন্য ধন্যবাদ, সঠিক সমাধান দেয়ার জন্য সব সময় মাদানী হোমিওপ্যাথিক ইন্টারন্যাশনাল আপনাদের সেবায় নিয়োজিত।


pancreas
pancreas

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Ipecac