রবিবার, ৩ মে, ২০২০

এই যন্ত্রটি দিয়ে করোনাভাইরাস মেরে ফেলছে ভারত

এই যন্ত্রটি দিয়ে করোনাভাইরাস মেরে ফেলছে ভারত!


প্রাণঘাতী করোনাভাইরাসকে মেরে ফেলা হচ্ছে তাপ দিয়ে বলে দাবি করেছেন ভারতের ডিফেন্স ইন্সটিটিউট অব অ্যাডভানসড টেকনোলজি (ডিআইএটি) সংস্থার বিজ্ঞানীরা। এজন্য একটি যন্ত্র ব্যবহার করছেন তারা। যন্ত্রটির নাম দেয়া হয়েছে - ‘অতুল্য’। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে গত ৩০ এপ্রিল ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, ভারতীয় বিজ্ঞানীদের এই অভিনব আবিস্কারে সাড়া দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রায় তিন কিলোগ্রাম ওজনের এই যন্ত্রকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ইতোমধ্যে উদ্যোগো নিচ্ছেন তারা।
ডিআইএটির বিজ্ঞানীরা বলছেন, অতুল্য নামের যন্ত্রটি দিয়ে ৬০ ডিগ্রি সেলসিয়াল তাপ উৎপন্ন করে করোনাভাইরাসকে মেরে ফেলছেন তারা। এ তাপে ভাইরাসটির আরএনএ ধ্বংস হয়ে তা কার্যকারিতা হারায়।

ডিআইএটির বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, ‘অতুল্য’ মূলত একটি মাইক্রোওয়েভ স্টেরিলাইজার। একে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ভারী বস্তুও তাপের মাধ্যমে স্টেরিলাইজ করা যায়। যন্ত্রটির সামনের অংশ দেখ‌তে অনেকটা চোঙের মতো। ওই চোঙা দিয়ে তিন কিলোগ্রাম ওজনের বার তার চেয়ে কম যে কোনো বস্তু যন্ত্রের ভিতরে পাঠিয়ে দেয়া হয়। যন্ত্রটি চালু করা হলে এক মিনিট ধরে ৫৬ থেকে ৬০ ডিগ্রি সেলসিয়াসের তাপপ্রবাহ ক্রমাগত বস্তুটির ওপর ছড়াতে শুরু করে। ক্রমাগত ছড়ানো এই তাপ সহ্য করতে পারে না করোনাভাইরাস। তা বিনষ্ট হয়ে যায়।
ATOLLOY,  অতুল্য, করোনা ভাইরাস,কোভিক ১৯, করোনা ভাইরাস মারা মেশিন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Ipecac