রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯

নওগাঁ জেলার ন‌জিপু‌রে আসছে

২১ সে‌প্টেম্বর নওগাঁ জেলার ন‌জিপু‌রে আসছে


যারা বিভিন্ন অসুস্থতার জন্য বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যারা দির্ঘ দিন পর্যন্ত চিকিৎসা নিয়েও হতাশায় ভুগছেন। তারা আজই যোগাযোগ করতে পারেন।

সমগ্র বাংলাদেশে চিকিৎসা জগতে আলোরণ সৃষ্টিকারী,
হাফেজ মাওলানা ডা. আসাদুজজামান
(ডি, এইচ, এম, এস)(বি, এইচ, এম, সি, এন্ড এইচ)(বি, এইচ, বি)
চেয়ারম্যান-মাদানী হোমিওপ্যাথিক ইন্টারন্যাশনাল।

তিনি এখন আপনার এলাকায় আসছেন।
তারিখ: ২১ সে‌প্টেম্বর ২০১৯ । রোজ: শনিবার।
সময়: সকাল ৯ টা থেকে বিকাল ৫ পর্যন্ত।

স্থান: “তোহা হোমিও হল”, নজিপুর বাস্ট্যান্ড মসজিদ মার্কেট, পত্নীতলা, নওগাঁ।

সিরিয়াল দেয়ার নম্বর: ০১৭৩১ ৪৮০ ৮৮৩ 

আমাদের সেবা সমূহ: এখানে হেপাটাইটিস-বি/সি, প্রেসার, অর্শ্ব, ডায়াবেটিস, ফিস্টুলা, যৌন, গ্যাস্ট্রিক, আলসার, আমাশয়, জরায়ুর টিউমার, লিভার স্টোন, কিডনি স্টোন, বাত রোগ, নেফ্রাইটিস, হার্ট ব্লক, এজমা, পলিপাস, মাথা ব্যথা হাড় ক্ষয়, হাড় বৃদ্ধি. বিভিন্ন সমস্যার কারণে বাচ্চা না হওয়া সহ যে কোন নতুন পুরাতন রোগের সু-চিকিৎসা করা হয়।
nazipur-madani-homeopathic
coming nazipur


শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯

ব্রেইন স্ট্রোক

ব্রেইন স্ট্রোক

মস্তিষ্কের কোন অংশে রক্ত প্রবাহ হ্রাস পেলে মস্তিষ্কের কোষকলার মৃত্যু ঘটে এবং শরীরের স্বাভাবিক কার্য সম্পাদনে বাধার সৃষ্টি হয়। মস্তিষ্কে রক্ত প্রবাহের পরিমাণ আকস্মিকভাবে হ্রাস পাওয়াকেই মস্তিষ্কে রক্তক্ষরণ বা ব্রেইন স্ট্রোক বলা হয়।

ব্রেইন স্ট্রোকের কারনে-ব্রেন ড্যামেজ, প্যারালাইসিস এবং মৃত্যুও হতে পারে।
স্ট্রোক হওয়ার আগে স্ট্রোকের লক্ষণগুলো প্রকাশ পায়। লক্ষণ গুলো চিনতে পারলে এবং দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যেতে পারলে রোগীকে মারাত্মক ক্ষতির হাত থেকে বাঁচানো সম্ভব৷ নিম্নে কিছু ব্রেইন স্ট্রোকের লক্ষণ উল্লেখ করা হলো।
 মুখের অর্ধেক অবশ হয়ে পড়া:
যদি হঠাৎ করেই মুখের অর্ধেক নাড়াতে না পারেন বা মুখের অর্ধেক পুরোপুরি অবশ হয়ে পড়ে তাহলে তা স্ট্রোকের স্পষ্ট একটি লক্ষণ। যখন আপনার মুখের মাংসপেশিতে রক্ত সরবরাহকারী স্নায়ুগুলো অক্সিজেন সরবরাহ কমে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়,তখন এমনটা ঘটে।
বাহুর দুর্বলতা:
স্ট্রোকের আরেকটি স্পষ্ট লক্ষণ হলো কোনো একটি বাহুতে এমন দুর্বলতা বা অবশ হওয়া যে আপনি তা মাথার ওপর টেনে তুলতে পারছেন না।
 কথায় অস্পষ্টতা:
যদি হঠাৎ করেই কথা বলার সময় অস্পষ্ট আওয়াজ করতে থাকেন তাহলে তা স্ট্রোকের লক্ষণ। মস্তিষ্কের কথা বলা এবং যোগাযোগের কার্যক্রম নিয়ন্ত্রণকারী অংশে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার ফলে এমনটা হচ্ছে । 
 শরীরের একপাশে দুর্বলতা বা প্যারালাইসিস:
দেহের কিছু অংশ বা অর্ধেকটাজুড়ে দুর্বলতা বা প্যারালাইসিস এর মধ্য দিয়েও স্ট্রোকের লক্ষণ ফুটে ওঠে। এমন লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথেই হাসাতাল ও ডাক্তারে কাছে যেতে হবে।
মাংসপেশিতে খিল ধরা:
যদি মাংসপেশির স্নায়ুগুলোর রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায় তাহলে আপনার দেহের এক বা একাধিক জায়গায় মাংসপেশি শক্ত হয়ে আসবে। দেহের যে কোনো অর্ধেক অংশেই সাধারণত এমনটা ঘটতে পারে। 
তীব্র মাথাব্যথা-
আপনি যদি আগের যে কোনো মাথা ব্যথার তুলনায় অনেক বেশি তীব্র মাথা ব্যথায় আক্রান্ত হন তাহলে বুঝতে হবে আপনি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। 
দৃষ্টি ঝাপসা হওয়া:
স্ট্রোকের আরেকটি লক্ষণ হলো কোনো একটি চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসা। মস্তিষ্কের যে অংশ দৃষ্টি সম্বন্ধীয় কার্যক্রম নিয়ন্ত্রণ করে সে অংশে অক্সিজেন সরবরাহ কমে যাওয়ার ফলে এমনটা ঘটতে পারে।

প্রিয় পাঠক, সময় দিয়ে পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
এধরনের সমস্যার সম্মুখীন হলে। হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে পারেন। হোমিওপ্যাথিক চিকিৎসার দ্বারা এধরনের বহু রোগী সুস্থ হয়েছে।
brain-stroke
brain stroke


Ipecac