ডেঙ্গু মহামারী: আমরা কী করবো? হোমিওপ্যাথিতে পৃথিবীর বিভিন্ন জায়গায় প্যাকটিস কী?”
১) আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে অতিতে কী কী প্রদক্ষেপ নিয়েছে তা থেকে শিক্ষা নিতে পারি। তথ্যমতে, Central Council for Research Homoeopathy, Janakpuri, New Delhi, India এর প্রধান Raj K Manchanda- Indian Journal of Research in Homoeopathy এর Volume : 9, Issue : 3, Page : 137-140, Year 2015 এর EDITORIAL এ “Dengue epidemic: What can we offer”? এই শিরোনামে লিখেছেন ২০১৫ সালে দিল্লিতে যে ডেঙ্গু হয়েছিল তাতে দেখা যাচ্ছে হোমিওপ্যাথিক ডাক্তারগণ প্রায়ঃই Eupatorium perfoliatum ব্যবহার করেছেন- সেটি ক্লিনিক্যাল এবং অনলাইন ডাটা গবেষণা করে দেখা গেছে। ফলে পরিষদ (Council) সাম্প্রতিক Eupatorium perfoliatum কে ডেঙ্গুর Preventive হিসাবে ঘোষণা করেছে (১)।
২) ব্রাজিলে, ২০০১ সালের মে মাসে, সর্বাধিক ডেঙ্গুতে ক্ষতিগ্রস্থ প্রতিবেশীর ৪০% বাসিন্দাকে হোমিওপ্যাথিক প্রতিকার Eupatorium perfoliatum 30C এর একক ডোজ দেওয়া হয়েছিল। এরপরে, ডেঙ্গু হওয়ার প্রকোপ কমেছে ৮১.৫%, হোমোওপ্যাথিক প্রতিকার গ্রহণ না করে এমন প্রতিবেশীদের তুলনায় এ এলাকার অত্যন্ত উল্লেখযোগ্যহারে ডেঙ্গু হ্রাস পেয়েছিল (২)।
৩) ব্রাজিলে 2008 সালে আর একটি গবেষণায় দেখা যায় Eupatorium perfoliatum এর সঙ্গে Phosphorus, Crotalus horridus কম্বিনেশন ডেঙ্গু জন্য ব্যবহার করা হয় এবং এতে ডেঙ্গু ৯৩% কমেছে (৩)।
৪) পাকিস্তানে Eupatorium perfoliatum সহ 10 টি ওষুধের একটি হোমোওপ্যাথিক কমপ্লেক্স ডেঙ্গুর জন্য ব্যবহার করেছে: Eupatorium perfoliatum, Bryonia alba, Rhus toxicodendron, Gelsemium sempervirens, Aconitum napellus, China boliviana, Hamamelis, Citrullus colocynthis, Crotalus horridus and Phosphorus (৪)।
৫) কিউবায় 25,000 রোগীর যাদের ডেঙ্গু পজিটিভ হয়েছিল তাদেরকে Eupatorium perfoliatum সহ একটি হোমোওপ্যাথিক কমপ্লেক্স ঔষধের দ্বারা চিকিৎসা করা হয় যা হচ্ছে- Bryonia alba, Eupatorium perfoliatum, Gelsemium sempervirens (৫)
মাদানি হোমিওপ্যাথিক ইন্টারন্যশনাল আপনাদের পাশে সব সময় সেবা মুলক মানুষীকতায় চিকিৎসা ব্যবস্থা নিয়ে পাশে আছে থাকবে ইনশা আল্লাহ।।
৬) Dr. Anand. P.R, BHMS, MD, MCA, MBA, Chief Medical Officer (NC), Department of Homoeopathy, Government of Kerala. দ্বারা পরিচালিত হোমিওপ্যাথিক ড্রাগ Eupatorium perfoliatum এর কার্যকারিতা নিয়ে মহামারী পরিসংখ্যান সম্পর্কিত গবেষণা Prof. Hameed Labba et al (2015) তাদের বই “Homebook: Everything in Homeopathy” দেখান যে ২০০৩ সালে কেরালার ৩ টি জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছিল যেখানে ২০ লাখ মানুষকে হোমোওপ্যাথিক প্রতিরোধক ওষুধ Eupatorium perfoliatum দেয়া হয়েছিল ফলে হোমিওপ্যাথিক ওষুধের জন্য 86% ডেঙ্গু কমেছিল (৬)।
৭) Booericke তার রিপার্টোরিতে ডেঙ্গুর জন্য ৩টি ঔষধের মধ্যে ১টি বলেছেন Eupatorium perfoliatum (৭)
অতএব ডেঙ্গুর চিকিৎসায় আমরা Eupatorium perfoliatum ব্যবহার করতে পারি। উপরোক্ত তথ্য থেকে আমরা ডেঙ্গুর প্রতিরোধক হিসাবেও আমরা Eupatorium perfoliatum ব্যবহার করতে পারি।
References:
(১) Raj K Manchanda (2015). “Dengue epidemic: What can we offer?” Indian Journal of Research in Homoeopathy, Volume: 9, Issue : 3, Page: 137-140, Year, 2015. Editor in Chief, Central Council for Research Homoeopathy, Janakpuri, New Delhi, India.
(২) Marino R. Homeopathy and Collective Health: The Case of Dengue Epidemics. Int J High Dilution Res 2008;7:179-85
(৩) Nunes L. Reynaldo AS. Amorim MHC. Zandonade E. Salume S. Contribution of homeopathy to the control of an outbreak of dengue in Macaé, Rio de Janeiro. Int J High Dilution Res 2008;7:186-92.
(৪) Hassan S. Tariq I. Khalid A. Karim S. Comparative Clinical Study on the Effectiveness of Homeopathic Combination Remedy with Standard Maintenance Therapy for Dengue Fever. Tropical Journal of Pharmaceutical Research October 2013;12:767-70. Back to cited text no. 8.
(৫) Bracho G. Homoeopathy and ultradilutions: From basic evidences to practical applications. Powerpoint presented at 14 th Japanese Homoeopathic Medical Association (JPHMA) Congress. 7-8 December 2013.
(৬) Dr. Anand. P.R, BHMS, MD, MCA, MBA, Chief Medical Officer (NC), Department of Homoeopathy, Government of Kerala. “Results of Mass Homoeopathic Prophylaxis in Dengue Epidemic” in Prof. Hameed Labba et al (2015) “Homebook: Everything in Homeopathy".
(৭) Boericke Repertory: http://www.homeoint.org/books4/boerirep/index
writing credit:...
sir Mohammad Sofiullah
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন