বুধবার, ১৪ আগস্ট, ২০১৯

সাত দি‌নের বাচ্চার আলসার দ্বিতীয় দিন থে‌কেই ফলাফল শুরু

সাত দি‌নের বাচ্চার আলসার দ্বিতীয় দিন থে‌কেই ফলাফল শুরু

মুহাম্মদ ওয়‌া‌লিউল্লাহ। নওগাঁ জেলার ন‌জিপু‌রে তার জন্ম। জ‌ন্মের সাত দিন পর পায়ূপ‌থে ( পায়খানার রাস্তা ) ঘা দেখা‌দেয় । সা‌থে ঘনঘন পাতলা পায়খানা ছিল। ন‌জিপুর দুজন ডাক্তারকে দেখা‌নো হল। ‌একজন ডাক্তার ঘু‌মের ঐষধ ও মলম ব্যবহার কর‌তে দেয়। মলম লাগা‌নোর স‌ঙ্গে স‌ঙ্গে বাচ্চার আত্ম‌চিৎকার ও ছটফট এমন ভা‌বে কর‌তে থা‌তে। উপ‌স্থিত সবার চো‌খে পা‌নি আসে। বাচ্চার ঘা বাড়‌তে থা‌কে। পাইখানা কর‌তে খুব কষ্ট হ‌চ্ছে। পায়ুপথ ও আসেপা‌শের বেশ জায়গা নি‌য়ে দগদ‌গে হ‌তে থা‌কে। বাচ্চার অবস্থা অবন‌তি দে‌খে, আ‌রেকজন ডাক্তার‌কে দেখা‌নো হয়। দ্বিতীয় ডাক্তার বাচ্চা‌কে বু‌কের দুধ বন্ধ ক‌রে কৌটার দুধ খাওয়া‌তে ব‌লেন। সা‌থে কিছু ঐষধও দি‌লেন। কিছু দিন দ্বিতীয় ডাক্তা‌রের ম‌তে চি‌কিৎসা চল‌তে থা‌কে। কৌটার দুধ খাওয়া‌তে গি‌য়ে বাচ্চার পাইখানা বন্ধ হ‌য়ে নতুন আরো এক‌টি কষ্ট যোগ হল। বাচ্চার কষ্ট আ‌রো বেশি হ‌লে রাজশাহী নেওয়া হ‌লে রাজশা‌হির ডাক্তার ব‌লেন বাচ্চা‌দের এমন হ‌তেই পা‌রে। বাচ্চা ক‌ষ্টের কার‌নে এক মহুর্ত ঘুমা‌তে পা‌রেনা। কষ্ট আ‌রো বাড়‌তে থাক‌লে আমা‌দের চেম্বা‌রে যোগা‌যোগ ক‌রে।
আমরা ভা‌লো ক‌রে দে‌খি। ঘা পায়ুপ‌থের মু‌খ ও ভিত‌রের দি‌কে বিস্তৃত হ‌য়ে‌ছে এবং বা‌হি‌রে চতু‌র্দি‌কে ছ‌ড়ি‌য়ে গে‌ছে। আমরা সেই ঘা‌ আলসার ব‌লে ধারনা ক‌রি এবং আলসা‌রের চি‌কিৎসা পত্র ক‌রে একমাসের ঔষধ দি‌য়ে পা‌ঠি‌য়ে দেই। দু‌দিন ঔষধ ব্যাবহার ক‌রে বাচ্চা আরাম পে‌তে থা‌কে। বাচ্চার কষ্ট ক‌মে যায়। কান্না বন্ধ হ‌য়ে বাচ্চা একদম স্বাভা‌বিক হ‌য়ে যায়। একমা‌সে ঘা অ‌নেকটায় ক‌মে যায়। দ্বিতীয় মা‌সে ঘা একদম ভা‌লো হ‌য়ে যায়। হো‌মিও চি‌কিৎসা ম‌তে আমা‌দের চি‌কিৎসা ছয় মাস চ‌লতে থা‌কে। এখন ওয়া‌লিউল্লাহ অ‌নেক ভা‌লো আ‌ছে। আলহামদু‌লিল্লাহ
মাদানী হোমিওপ্যা‌থিক ইন্টারন্যাশনাল এর পক্ষ থে‌কে ওয়‌া‌লিউল্লাহর জন্য সুস্বাস্থ ও নেক হায়াত কামনা ক‌রি।
চিকিৎসার আগে

চিকিৎসার পরে

চিকিৎসার পরে

৩টি মন্তব্য:

Ipecac