বুধবার, ২২ এপ্রিল, ২০২০

মাথাব্যথা কী?

মাথাব্যথা কী?



মাথা ও ঘাড় বরাবর  যে ব্যথা হয় সেটাই মাথাব্যথা নামে প‌রি‌চিত। 

মাথাব্যথার প্রধান কারণ
১: ব্রেইন ও হাড়ের আবরণ তার চারপাশের রক্তনালি।
২: নার্ভ তাদের আবরণ।
৩: মাথার চামড়ার নিচের মাংসপেশি।
৪:  চোখ।
৫:  সাইনাস।
৬:  কান।
৭:  ঘাড়ের মাংসপেশির  প্রদাহ ।

চিকিৎসা বিজ্ঞানে প্রায় 150 প্রকারের মাথাব্যথা আছে। প্রত্যে‌কটি মাথাব্যথার আলাদা আলাদা কারণ আ‌ছে। অনেকের ভুল ধারণা আছে যে, মাথাব্যথা মানেই হাইপ্রেশার বা ব্রেইনের ক্যানসার। আসলে বিষয়‌টি এমন নয়।

মাথার একেক পাশের ব্যথার কারণ  এ‌কেকটা। যেমন:-
 # মাইগ্রেনের ব্যথা সাধারণত মাথার এক দিকে হয়। 
# আবার টেনশন টাইপ ব্যথা হয় সাধারণত পুরো মাথা জুড়ে হয়।
# ক্লাস্টার মাথাব্যথা হয় চোখের ভেতর আর সাইনাস প্রদাহের জন্যে সাইনাস ব্যথা হয় নাকের পাশ বরাবর ও কপালের ভেতর।

  •  টেনশন টাইপ হেডেক।
  • মাইগ্রেন।
  • ক্লাস্টার হেডেক।
  • সাইনাস।
  • ক্রনিক ডেইলি হেডেক।
  • সেক্সুয়েল হেডেক।

Migraines, primary headache-Tension headaches-Cluster headaches-Exertional headaches-Hypnic headaches.
Headaches

যৌরোগ ও তার লক্ষণ

যৌরোগ ও  তার লক্ষণ



যৌন সংসর্গের ফলে সংক্রামিত রোগকে যৌন‌রোগ ব‌লে। যৌন‌রোগীর  সংখ্যা খুব কম নয়। ঠিক সময়ে চিকিৎসা না হলে মৃত্যু পর্যন্ত হতে পারে। সব সময় যে অবাধ সঙ্গমের ফলেই এই ধরনের রোগ হয় তা নয়, কোনও একজন আক্রান্ত ব্যক্তির সঙ্গে বহুবার শারীরিক সম্পর্কের ফলেও এই রোগ হতে পারে।

এইডস সম্পর্কে কমবেশি সবাই জানেন কিন্তু এটি ছাড়াও আরও অনেক যৌনরোগ রয়েছে।

জেনে রাখুন রো‌গের নাম ও লক্ষণ—

১) ক্ল্যামিডিয়া/ Chlamydia

যোনি এবং পুরুষাঙ্গ থেকে অস্বাভাবিক ক্ষরণ এই রোগের লক্ষণ। গড়ে ৫০ শতাংশ পুরুষ ও ৭০ শতাংশ মহিলাদের মধ্যে এই রোগ দেখা যায়। দ্রুত চিকিৎসা করলে সেরে ওঠা সম্ভব। ক্ল্যামিডিয়া হলে খুব সহজেই অন্যান্য যৌনরোগ বাসা বাঁধে শরীরে।  

২) গনোরিয়া/ Gonorrhea

সচরাচর ক্ল্যামিডিয়া এব‌ং গনোরিয়া একই সঙ্গে হয়। যোনি বা পুরুষাঙ্গ থেকে অস্বাভাবিক ক্ষরণ, মূত্রত্যাগ করার সময় যন্ত্রণা ইত্যাদি এই রোগের লক্ষণ। চিকিৎসা না করলে সারা শরীরে ছড়িয়ে পড়ে এই রোগ।

৩) যৌনাঙ্গে হার্পিস/Herpes

৮০ শতাংশ মানুষ যাঁদের যৌনাঙ্গে হার্পিস রয়েছে তাঁরা জানেন না যে তাঁদের শরীর আসলে একটি বিশেষ ভাইরাস দ্বারা আক্রান্ত। অজান্তেই তাঁরা সঙ্গী বা সঙ্গিনীর শরীরে সংক্রামিত করেন এই ভাইরাস। যৌনাঙ্গে ছোট ছোট ফোস্কার মতো র্যাশ এই রোগের লক্ষণ। ফোস্কা পরার বেশ কয়েক ঘণ্টা আগে থেকে চুলকানির অনুভূতি হয় যৌনাঙ্গে। একটি নির্দিষ্ট সময় অন্তর বার বার এই র‌্যাশগুলি বেরতে থাকে।

৪) সিফিলিস /Syphilis

প্রাচীনকাল থেকেই এই রোগে আক্রান্ত হয়েছে মানুষ। ঠিক সময়ে ধরা পড়লে সাম্প্রতিক কালে সহজেই সারানো যায় এই রোগ। কিন্তু রোগ বেড়ে গেলে তা সাঙ্ঘাতিক যন্ত্রণাদায়ক। যৌনাঙ্গ, পায়ু এবং মুখে আলসার হয়, এমনকী চোখ এবং মস্তিষ্কও আক্রান্ত হয়। যৌনরোগগুলির মধ্যে অন্যতম মারণ রোগ। তবে প্রাথমিক অবস্থায় এই রোগের লক্ষণ শরীরে চট করে ধরা পড়ে না।

৫) যৌনাঙ্গে আঁচিল বা ওয়ার্ট / Wart

যৌনাঙ্গ এবং পায়ুর আশেপাশে আঁচিলের মতো র‌্যাশ এক ধরনের যৌন রোগ। একত্রে একসঙ্গে অনেকগুলি আঁচিল দেখা যায়। হিউম্যান প্যাপিলোমাভাইরাস, যা সার্ভিক্যাল ক্যানসারের কারণ এবং যৌন সংসর্গে এক শরীর থেকে অন্য শরীরে ছড়ায়, তাই এই রোগের জন্ম দেয়। অনেক সময় এই আঁচিলগুলি ফোস্কার মতো হয় আবার অনেক সময় এগুলি আলসারেও পরিণত হতে পারে।

৬) হেপাটাইটিস বি / Hepatitis B

অনেকেই হয়তো জানেন না, এই রোগটিও যৌন সংসর্গের ফলে ছড়ায়। একই ভাবে ছড়াতে পারে হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস সি তবে তার সংখ্যা খুবই কম। লিভার সংক্রান্ত জটিলতা, মূত্রের রং পরিবর্তন, গা বমি ভাব ইত্যাদি এই রোগের লক্ষণ হতে পারে।

৭) এইচআইভি / HIV

এইচআইভি ভাইরাস মারণ নয় কিন্তু এই রোগের মূল লক্ষণ শরীরের প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়া। তাই এই ভাইরাস শরীরে থাকলে অন্য যে কোনও কঠিন রোগ হলে তা মারণ আকার ধারণ করে।

৮) যৌনকেশে উকুন

মাথার চুলের মতো যৌনাঙ্গের কেশেও উকুন বাসা বাঁধতে পারে এবং শারীরিক মিলনের সময়ে তা অন্যের শরীরে সংক্রামিত হয়। যৌনাঙ্গের আশপাশে চুলকানি হলে তা এই কারণে হতে পারে।

৯) ট্রাইকোমোনিয়াসিস

যৌনাঙ্গ থেকে অস্বাভাবিক ক্ষরণ, যৌনক্রিয়ার সময় যৌনাঙ্গে যন্ত্রণা এবং মূত্রত্যাগের সময় যন্ত্রণা এই রোগের লক্ষণ যদিও সঠিক চিকিৎসায় দ্রুত সেরে ওঠা সম্ভব।

১০) ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস

যোনি থেকে নিঃসরণে দুর্গন্ধ এই রোগের লক্ষণ। অন্যান্য রোগের তুলনায় এই রোগ খুব সহজেই সেরে যায়।
a disease-typically-contracted-by-sexual-contact-with-a person-already-infected-a sexually-transmitted-disease.
যৌনরোগ


মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

ভাইরাস কা‌কে ব‌লে

ভাইরাস  কা‌কে ব‌লে?


ভাইরাস  শব্দ‌টি ল্যাটিন ভাষা হতে গৃহীত । এর অর্থ হল বিষ। আদিকালে রোগ সৃষ্টিকারী যে কোন বিষাক্ত পদার্থকে ভাইরাস বলা হত। 

বর্তমান কালে এক প্রকার অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক অকোষীয় রোগ সৃষ্টিকারী বস্তুকে ভাইরাস ব‌লে। 

উদ্ভিদ ও প্রাণীর বহু রোগ সৃষ্টির কারণ হল ভাইরাস। ভাইরাস কে জীবাণু না বলে 'বস্তু' বলা হয়। কারণ, জীবদেহ ডিএনএ,আরএনএ ও নিওক্লিক এসিড দিয়ে গঠিত,প্রোটিন তাই ভাইরাস অকোষীয়।

ভাইরাস (Virus)  অতিক্ষুদ্র জৈব কণা বা অণুজীব। যারা জীবিত কোষের ভিতরেই মাত্র বংশবৃদ্ধি করতে পারে। এরা অতি-অণুবীক্ষণিক এবং অকোষীয়। 

ভাইরাসকে জীব হিসেবে বিবেচিত হবে কিনা, এ কিষয় নিয়ে বিজ্ঞানীদের মধ্যে মত‌বি‌রোধ  র‌য়ে‌ছে। ভাইরাস মানুষ, পশু-পাখি, উদ্ভিদের বিভিন্ন রোগের সৃ‌ষ্টি ক‌রে। এমনকি, কিছু ভাইরাস ব্যাক্টেরিয়ার মধ্যে বংশবৃদ্ধি করে, এদের ব্যাক্টেরিওফেজ (Bacteriophage) বলা হয়।

ভাইরা‌সের আয়তন
ভাইরাস ব্যাকটেরিয়া থেকে ক্ষুদ্র। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায়না। সাধারণত এদের আকার 10 nm থেকে 300 nm পর্যন্ত হয়ে থাকে। তবে কিছু ভাইরাস এর চেয়ে বড় হতে পারে।

ভাইরা‌সের আবাসস্থল
উদ্ভিদ, প্রাণী, ব্যাকটেরিয়া , সায়ানোব্যাকটেরিয়া, ছত্রাক প্রভৃতি জীবদেহের সজীব কোষে ভাইরাস সক্রিয় অবস্থায় অবস্থান করতে পারে। আবার নিষ্ক্রিয় অবস্থায় বাতাস, মাটি, পানি ইত্যাদি প্রায় সব জড় মাধ্যমে ভাইরাস অবস্থান করে। কাজেই বলা যায়, জীব ও জড় পরিবেশ উভয়ই ভাইরাসের আবাস।
Virus- ভাইরাস
Virus

ব্রেস্ট ক্যান্সার

 ব্রেস্ট ক্যান্সার 


ব্রেস্টে টিউমার টিউমার থেকে ক্যান্সার। সার্জারী হয় ক্যামো দেয়া হয় তবে কোন কাজ হয়নি। সার্জারিও হয় খুব বাজে হাতে। 
আমি ব্লাড টেষ্ট করাই CA 19.9 CA 125 ব্লাডে ক্যান্সার 700 এর চাইতে বেশী পাওয়া যায় যেখানে  33 এর নিচে থাকতে হবে। খুব খারাপ দিকে যাচ্ছিল পেসেন্টের অবস্থা। প্রচন্ড ব্যাথা, জালাপোড়া বা প্রদাহ। পুঁজ রক্ত বেড় হচ্ছিল যে কোন সময়। যেন পেসেন্ট মারা যাবে এমন অবস্থা। 

আমরা চিকিৎসা শুরু করি। আলহামদু লিল্লাহ  ব্যাথা অনেকটাই কমে এসেছে প্রদাহও তুলনামুলক কম। শুকানো শুরু করেছে। ইনশা আল্লাহ CA 19.9 CA 125 কমে আসবে আমরা আশা করছি। ইনশা আল্লাহ পুর্বের পেপার্স সহ আপডেট দিয়ে দিব।

**** উল্যেখ্য যে উনার সাথের পেসেন্ট যে সার্জারী করান নাই একই সময়ে চিকিৎসা শুরু করি এক ধরনের টিউমার। আলহামদু লিল্লাহ উনার টিউমার ভাল হয়ে গেছে। পেপার্স আমাদের কাছেই যে কোন দিন পেপার্স দেখানো হবে, ইনশা আল্লাহ।

Ipecac