মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

ব্রেস্ট ক্যান্সার

 ব্রেস্ট ক্যান্সার 


ব্রেস্টে টিউমার টিউমার থেকে ক্যান্সার। সার্জারী হয় ক্যামো দেয়া হয় তবে কোন কাজ হয়নি। সার্জারিও হয় খুব বাজে হাতে। 
আমি ব্লাড টেষ্ট করাই CA 19.9 CA 125 ব্লাডে ক্যান্সার 700 এর চাইতে বেশী পাওয়া যায় যেখানে  33 এর নিচে থাকতে হবে। খুব খারাপ দিকে যাচ্ছিল পেসেন্টের অবস্থা। প্রচন্ড ব্যাথা, জালাপোড়া বা প্রদাহ। পুঁজ রক্ত বেড় হচ্ছিল যে কোন সময়। যেন পেসেন্ট মারা যাবে এমন অবস্থা। 

আমরা চিকিৎসা শুরু করি। আলহামদু লিল্লাহ  ব্যাথা অনেকটাই কমে এসেছে প্রদাহও তুলনামুলক কম। শুকানো শুরু করেছে। ইনশা আল্লাহ CA 19.9 CA 125 কমে আসবে আমরা আশা করছি। ইনশা আল্লাহ পুর্বের পেপার্স সহ আপডেট দিয়ে দিব।

**** উল্যেখ্য যে উনার সাথের পেসেন্ট যে সার্জারী করান নাই একই সময়ে চিকিৎসা শুরু করি এক ধরনের টিউমার। আলহামদু লিল্লাহ উনার টিউমার ভাল হয়ে গেছে। পেপার্স আমাদের কাছেই যে কোন দিন পেপার্স দেখানো হবে, ইনশা আল্লাহ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Ipecac