মাথাব্যথা কী?
মাথা ও ঘাড় বরাবর যে ব্যথা হয় সেটাই মাথাব্যথা নামে পরিচিত।
মাথাব্যথার প্রধান কারণ
১: ব্রেইন ও হাড়ের আবরণ তার চারপাশের রক্তনালি।
২: নার্ভ তাদের আবরণ।
৩: মাথার চামড়ার নিচের মাংসপেশি।
৪: চোখ।
৫: সাইনাস।
৬: কান।
৭: ঘাড়ের মাংসপেশির প্রদাহ ।
চিকিৎসা বিজ্ঞানে প্রায় 150 প্রকারের মাথাব্যথা আছে। প্রত্যেকটি মাথাব্যথার আলাদা আলাদা কারণ আছে। অনেকের ভুল ধারণা আছে যে, মাথাব্যথা মানেই হাইপ্রেশার বা ব্রেইনের ক্যানসার। আসলে বিষয়টি এমন নয়।
মাথার একেক পাশের ব্যথার কারণ একেকটা। যেমন:-
# মাইগ্রেনের ব্যথা সাধারণত মাথার এক দিকে হয়।
# আবার টেনশন টাইপ ব্যথা হয় সাধারণত পুরো মাথা জুড়ে হয়।
# ক্লাস্টার মাথাব্যথা হয় চোখের ভেতর আর সাইনাস প্রদাহের জন্যে সাইনাস ব্যথা হয় নাকের পাশ বরাবর ও কপালের ভেতর।
- টেনশন টাইপ হেডেক।
- মাইগ্রেন।
- ক্লাস্টার হেডেক।
- সাইনাস।
- ক্রনিক ডেইলি হেডেক।
- সেক্সুয়েল হেডেক।
Headaches |
Very good.
উত্তরমুছুন