বুধবার, ২ অক্টোবর, ২০১৯

পলিসিসটিক ওভারিয়ান সিন্ড্রোম (PCOS)

পলিসিসটিক ওভারিয়ান সিন্ড্রোম (PCOS)



কিভাবে বুঝবেন ?

1. মাসিকের সমস্যা ।
2. মাসিক দেরি করে হওয়া।
3. মাসিক দির্ঘদিন বন্ধ থাকার পর অতিরিক্ত মাসিক হওয়া।
4. ডিম্বাশয়ে অনেকগুলো সিস্ট হওয়া।
5. রক্তে পুরুষ হরমোন অধিক হওয়া। 
6. অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া বিশেষ করে পেটে অতিরিক্ত চর্বি জমে মোটা হওয়া,
7. বাচ্চা না হওয়া। 
8. মুখে ও শরীরে অবাঞ্ছিত লোম অতিরিক্ত হওয়া। 
9. ঘাড়ের চামড়া কাল মোটা হয়ে যাওয়া। এটা বগলের নিচে ও পায়ের ভাঁজেও হতে পারে

কি করবেন?
1. ওজন নিয়ন্ত্রণ করা ।
2.  তেল জাতীয় খাবার এড়িয়ে চলা। 
3. লক্ষণ অনুযায়ী চিকিসা করা।

হোমিওপ্যাথিকে এধরণের রোগের খুব ভালো চিকিসা আছে। বহু রোগি হোমিও চিকিসায় ভালো হয়েছে
Polycystic-ovarian-syndrome


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Ipecac