শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯

প্রোস্টেট গ্রন্থি বড় হওয়া কি?

স্টেট গ্রন্থি বড় হওয়া কি?


পুরুষের মূত্রথলির ঠিক নিচে থাকে প্রোস্টেট গ্রন্থি। বয়স বারার সঙ্গে এই গ্রন্থি আকারে বড় হয়। বিশেষ করে ৫০ বছরের বেশি বয়সী পুরুষদের অনেক সময় প্রোস্টেট গ্রন্থি স্বাভাবিকের চেয়ে বড় হয়ে যায়। তখন বিভিন্ন সমস্যার সৃষ্টি করতে পারে।
৫০ বছরের পর পুরুষদের প্রোস্টেটে ক্যানসার,প্রদাহ ইত্যাদির ঝুঁকিও বেড়ে যায় বলে সতর্ক থাকাই ভালো। প্রোস্টেট গ্রন্থি স্বাভাবিকের চেয়ে বড় হওয়াকে চিকিসাশাস্ত্রের ভাষায় হাইপারট্রফি বলে এবং এই রোগকে বলে বিনাইন এনলারজমেন্ট অব প্রোস্টেট বা সংক্ষেপে বিইপি। প্রোস্টেট বড় হওয়া মানেই প্রোস্টেট ক্যানসার নয়। 

প্রোস্টেট বড় হওয়ার লক্ষণ:
1. বয়স্ক পুরুষদের প্রস্রাব নিয়ন্ত্রণে অক্ষমতা বা প্রস্রাব ধরে রাখতে না পারা।
2. প্রস্রাবের ধারা দুর্বল হওয়া।
3. ফোঁটা ফোঁটা প্রস্রাব হওয়া।
4. প্রস্রাব একবারে পরিষ্কার না হওয়ার দরুন রাতে বারবার ওঠা।
5. মাঝে মাঝে প্রস্রাবের ধারা একবারে বন্ধ হওয়া এবং আবার শুরু হওয়া ইত্যাদিত উদ্ভব পরিস্থিতির শিকার হতে পারে। 
6 প্রস্রাব করার পর প্রস্রাবের থলিতে আরও প্রস্রাব রয়ে গেছে এমন অস্বস্তিকর অনুভূতি হওয়া। 
এধরনের লক্ষণ টের পেলে চিকিসকের পরামর্শ নিতে দেরি করবেন না।

চিকিসা
প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধির চিকিসার কিছু পর্যায় রয়েছে। প্রথম দিকে প্রস্রাবের ধারা মুক্ত রাখতে বিভিন্ন ওষুধ ব্যবহার করা হয়ে থাকে। এতে উপসর্গের উন্নতি হয়। কিছু দিন পর আবার প্রস্রাব বন্ধ হওয়ার মত বিভিন্ন সমস্যা দেখা দেয়। এক পর্যায় কোন উন্নত না হলে অস্ত্রোপচার করে। 
প্রিয়পাঠক, প্রোস্টেট সমস্যা হোমিওপ্যাথিক চিকিসা করলে বিনা অপারেশনে ভালো হয়ে যায়। এধরনের আপডেট পেতে আমাদের  সংগে থাকুন ।
prostate gland
prostate gland

prostate gland
prostate 

বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯

প্যানক্রিয়াটাইটিস কাকে বলে?

প্যানক্রিয়াটাইটিস কাকে বলে?


প্যানক্রিয়াটাইটিস:প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় একটি গ্রন্থি আছে। এটি পেটের দিকে এবং পেছনের দিকে থাকে। এতে ইনফেকশন হলে আমরা বলি যে পেনক্রিয়াটাইটিস বা প্রদাহ।

লক্ষণ:আসলে এটি একটি খুব খারাপ অসুখ। যদিও এটা ক্যানসার নয়, কিন্তু এটি আরো ভয়াবহ হয়। এতে পেটে তীব্র ব্যথা হয়, নাভির ওপরে। ব্যথাটা পেছনের দিকে যায়। সঙ্গে রোগীর জ্বর থাকে, এরপর বমি হয়, এগুলো সাধারণত লক্ষণগুলো।

কারণ:কিছু কারণ রয়েছে।যদি পিত্তথলিতে পাথর হয়, আমরা বলি গলস্টোন পেনক্রিয়াটাইটিস। যারা খুব বেশি মদ্যপান করে, তাদের পেনক্রিয়াটাইটিস হয়, ওজনাধিক্য একটি কারণ এর। রক্তের মধ্যে যদি চর্বি জমে যায়, যারা অতিরিক্ত ধূমপান করে, তাদেরও প্যানক্রিয়াটাইটিস বেশি হয়। জন্মগত কিছু সমস্যা থাকলে প্যানক্রিয়াসে তাও প্যানক্রিয়াটাইটিস হতে পারে।

প্যানক্রিয়াটাইটিস হলে কি করনিয়: আসলে যেকোনো পেটের ব্যথা হলে প্রথমত চিকিসকের পরামর্শ নিতে হবে। পেটের ওপর ব্যথা হলে যে তা সব সময় প্যানক্রিয়াটাইটিস এটি সব সময় ঠিক নয়। অনেক কারণে পেটের ওপর ব্যথা হয়। ইতিহাস নিয়ে যদি দেখা যায় পেটের পরে ব্যথা, পেছনের দিকে যায় তাহলে ধারণা করতে পারে।প্যানক্রিয়াটাইটিস দুই ধরনের। একিউট আর ক্রনিক। ব্যথাটা খুব মারাত্মক হয়। রোগী সামনের দিকে চাপ দিয়ে ঝুঁকে পড়ে। পেটে চাপ দিয়ে রাখলে সে অনেক স্বস্তিবোধ করে। চিকিসকের কাছে আসার পর একটি আলট্রাসনোগ্রাফি করলে সেখানে ধরা পড়ে পেটটা ফুলে গেছে। অনেক সময় পাথরের কারণে প্যানক্রিয়াস সমস্যা হয়। এরপর রক্তের পরীক্ষা করতে হয়। একটি এনজাইম আছে এমাইলেজ, আইপিএসএগুলো পরীক্ষা করলে একিউট প্যানক্রিয়াটাইটিস কি না সেটি বোঝা যাবে। সময় দিয়ে পড়ার জন্য ধন্যবাদ, সঠিক সমাধান দেয়ার জন্য সব সময় মাদানী হোমিওপ্যাথিক ইন্টারন্যাশনাল আপনাদের সেবায় নিয়োজিত।


pancreas
pancreas

Ipecac