মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

ভাইরাস কা‌কে ব‌লে

ভাইরাস  কা‌কে ব‌লে?


ভাইরাস  শব্দ‌টি ল্যাটিন ভাষা হতে গৃহীত । এর অর্থ হল বিষ। আদিকালে রোগ সৃষ্টিকারী যে কোন বিষাক্ত পদার্থকে ভাইরাস বলা হত। 

বর্তমান কালে এক প্রকার অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক অকোষীয় রোগ সৃষ্টিকারী বস্তুকে ভাইরাস ব‌লে। 

উদ্ভিদ ও প্রাণীর বহু রোগ সৃষ্টির কারণ হল ভাইরাস। ভাইরাস কে জীবাণু না বলে 'বস্তু' বলা হয়। কারণ, জীবদেহ ডিএনএ,আরএনএ ও নিওক্লিক এসিড দিয়ে গঠিত,প্রোটিন তাই ভাইরাস অকোষীয়।

ভাইরাস (Virus)  অতিক্ষুদ্র জৈব কণা বা অণুজীব। যারা জীবিত কোষের ভিতরেই মাত্র বংশবৃদ্ধি করতে পারে। এরা অতি-অণুবীক্ষণিক এবং অকোষীয়। 

ভাইরাসকে জীব হিসেবে বিবেচিত হবে কিনা, এ কিষয় নিয়ে বিজ্ঞানীদের মধ্যে মত‌বি‌রোধ  র‌য়ে‌ছে। ভাইরাস মানুষ, পশু-পাখি, উদ্ভিদের বিভিন্ন রোগের সৃ‌ষ্টি ক‌রে। এমনকি, কিছু ভাইরাস ব্যাক্টেরিয়ার মধ্যে বংশবৃদ্ধি করে, এদের ব্যাক্টেরিওফেজ (Bacteriophage) বলা হয়।

ভাইরা‌সের আয়তন
ভাইরাস ব্যাকটেরিয়া থেকে ক্ষুদ্র। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায়না। সাধারণত এদের আকার 10 nm থেকে 300 nm পর্যন্ত হয়ে থাকে। তবে কিছু ভাইরাস এর চেয়ে বড় হতে পারে।

ভাইরা‌সের আবাসস্থল
উদ্ভিদ, প্রাণী, ব্যাকটেরিয়া , সায়ানোব্যাকটেরিয়া, ছত্রাক প্রভৃতি জীবদেহের সজীব কোষে ভাইরাস সক্রিয় অবস্থায় অবস্থান করতে পারে। আবার নিষ্ক্রিয় অবস্থায় বাতাস, মাটি, পানি ইত্যাদি প্রায় সব জড় মাধ্যমে ভাইরাস অবস্থান করে। কাজেই বলা যায়, জীব ও জড় পরিবেশ উভয়ই ভাইরাসের আবাস।
Virus- ভাইরাস
Virus

ব্রেস্ট ক্যান্সার

 ব্রেস্ট ক্যান্সার 


ব্রেস্টে টিউমার টিউমার থেকে ক্যান্সার। সার্জারী হয় ক্যামো দেয়া হয় তবে কোন কাজ হয়নি। সার্জারিও হয় খুব বাজে হাতে। 
আমি ব্লাড টেষ্ট করাই CA 19.9 CA 125 ব্লাডে ক্যান্সার 700 এর চাইতে বেশী পাওয়া যায় যেখানে  33 এর নিচে থাকতে হবে। খুব খারাপ দিকে যাচ্ছিল পেসেন্টের অবস্থা। প্রচন্ড ব্যাথা, জালাপোড়া বা প্রদাহ। পুঁজ রক্ত বেড় হচ্ছিল যে কোন সময়। যেন পেসেন্ট মারা যাবে এমন অবস্থা। 

আমরা চিকিৎসা শুরু করি। আলহামদু লিল্লাহ  ব্যাথা অনেকটাই কমে এসেছে প্রদাহও তুলনামুলক কম। শুকানো শুরু করেছে। ইনশা আল্লাহ CA 19.9 CA 125 কমে আসবে আমরা আশা করছি। ইনশা আল্লাহ পুর্বের পেপার্স সহ আপডেট দিয়ে দিব।

**** উল্যেখ্য যে উনার সাথের পেসেন্ট যে সার্জারী করান নাই একই সময়ে চিকিৎসা শুরু করি এক ধরনের টিউমার। আলহামদু লিল্লাহ উনার টিউমার ভাল হয়ে গেছে। পেপার্স আমাদের কাছেই যে কোন দিন পেপার্স দেখানো হবে, ইনশা আল্লাহ।

Ipecac