বুধবার, ২ অক্টোবর, ২০১৯

হাঁটু ব্যথা: জানুন কারণ ও করণীয়

হাঁটু ব্যথা:  জানুন কারণ ও করণীয় 

প্রধান কারণগু‌লোর ম‌ধ্যে-
, হাঁটু‌তে আঘাত পে‌লে
, হাঁটুর ভিত‌রের হাড় ক্ষয় হ‌লে।
, বাত হ‌লে। যেমন RA, Gouty, Arthritis
, ইন‌ফেকশন হ‌লে।
, লিগা‌মেন্ট ছিঁ‌ড়ে গে‌লে।
করণীয় কি?
# হাঁটু ভাঁজ ক‌রে কাজ না করা।
#
‌সিঁ‌ড়ি দি‌য়ে ওঠানামা কম করা।
#
শরী‌রের ওজন কমা‌নো।
#
মা‌লিশ বা ম্যাসাজ না করা।
#
দৈ‌নিক দুই বেলা ৩০ মি‌নিট ক‌রে হট ওয়াটার ব্যাগ দি‌য়ে হালকা গরম স্যাঁক দেয়া।
প্রিয় পাঠক, এরপরও যদি ব্যথা না কমে তাহলে ব্যথার কারণ নির্ণয় ও ব্যথা প্রতিকারের জন্য দ্রুত একজন বিজ্ঞ ডাক্তারের সাথে সাক্ষাত করুন।


Knee Pain: Learn the Causes and Causes
Knee Pain: Learn the Causes and Causes

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Ipecac